ময়মনসিংহ ব্যুরোঃ
পেশাজীবিদের সংগঠন জিয়া পরিষদ ময়মনসিংহ জেলা শাখার আওতাধীন ত্রিশাল উপজেলা আংশিক কমিটি অনুমোদন করেছেন ময়মনসিংহ জিয়া পরিষদের সভাপতি ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ ইউাসুফ লিটন। সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা জিয়া পরিষদের নবসগত কমিটির সভাপতি অধ্যাপক ইকবাল হোসেন,সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল মাসুমসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছেন জেলা জিয়া পরিষদ।
সোমবার রাতে কমিটি হস্তান্তর শেষে উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে ময়মনসিংহ জিয়া পরিষদ সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ ইউসুফ লিটন বলেন, জিয়া পরিষদ একটি বুদ্ধি ভিত্তিক পেশাজীবি সংগঠন। যারা সরাসরি বিএনপি’র রাজনীতি করতে পারেন না, তাদের জন্যই জিয়া পরিষদ। এই পরিষদে কমিটির মেম্বাররা হচ্ছেন সমাজের উঁচু শ্রেণির নাগরিক। যেমন বিভিন্ন চাকুরীজীবি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মেডিকেল কলেজের ডাক্তার, সরকারী কলেজের শিক্ষক।জেলার সভাপতি ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, সংগঠনে যারা আগ্রহী তাদেরকেই দায়িত্ব উচিত। ডেকে এনে দায়িত্ব দিলে সংগঠনের প্রতি দরদ থাকে না। যারা কমিটিতে নুতন করে জায়গা পেয়েছেন এবং পুরাতন যারা একটিভ আছেন তাদের সমন্বয়ে ত্রিশাল জিয়া পরিষদ একটি ভালো অবস্থান তৈরি করবে বলে আমি প্রত্যাশা করি। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছ।
নবগঠিত কমিটির মাধ্যমে আগামী দিনে ত্রিশাল উপজেলায় জিয়া পরিষদের কমিটির নেতৃত্বে তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী হবে।