শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন
সর্বশেষ
ফুলবাড়ীয়ায় চালক হত্যার বিচারের দাবীতে রানার পক্ষে বিক্ষোভ বাসে অগ্নি সংযোগে চালক জুলহাস হত্যার প্রতিবাদে ফুলবাড়ীয়ায় মানববন্ধন ময়মনসিংহে ভিক্ষুক পুনর্বাসনে সমাজসেবার পক্ষ থেকে অটোরিকশা তুলে দিলেন ইউএনও ফুলবাড়ীয়ায় বিপ্লব ও সংহতি দিবসের বিশাল শোভাযাত্রা রানার পক্ষে জনতার ঢল ফুলবাড়ীয়ায় বিপ্লব ও সংহতি দিবসের বিশাল শোভাযাত্রা রানার পক্ষে জনতার ঢল ময়মনসিংহে টাইফয়েড ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত কান্দানিয়া বাজারে বিএনপির নেতা তানভীর আহমেদ রানার সমর্থনে গণমিছিল ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আছিম বাজারে তানভীর আহমেদ রানার পক্ষে বিএনপির গণজোয়ার ফুলবাড়ীয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শিক্ষার আলো ছড়িয়ে দিতে দৃঢ় প্রত্যয়- ডাঃ হারুন আল মাকসুদ

ডেস্ক নিউজ / ৬৫ জন পড়েছেন
আপডেট শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৪:৫৮ পূর্বাহ্ন

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আছিম আদর্শ উচ্চ বিদ্যানিকেতনে এক প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের অফিস রুমে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট মানবিক চিকিৎসক ডাঃ মোঃ হারুন আল মাকসুদ।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক র.ই. শামস আল আসাদ সোহেল মাষ্টার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহজাহান তরফদার,আছিম ইউনিয়ন বিএনপির নেতা সমাজসেবক ইসহাক আলী,সিনিয়র শিক্ষক গোলাম কিবরিয়া,কুদরতি কিবরিয়াসহস্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

সভাপতির বক্তব্যে অনুপ্রেরণার সুর
সভায় প্রধান অতিথি ও সভাপতি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে ডাঃ হারুন আল মাকসুদ বলেন,এই বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি দক্ষিণ ফুলবাড়ীয়ার জ্ঞানের আলোকবর্তিকা। এই প্রতিষ্ঠানকে আধুনিক ও আদর্শ শিক্ষার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে আমি সর্বোতভাবে পাশে থাকব। আমার শ্বশুর মরহুম একে এম ফজলুল হক এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন। তার স্বপ্ন ছিল এলাকার প্রতিটি শিশু শিক্ষার আলোয় আলোকিত হবে। আমি সেই স্বপ্ন পূরণে আমার সামর্থ্যের সবটুকু দিয়ে কাজ করব।

তিনি আরও বলেন, একটি বিদ্যালয় শুধু ভবন দিয়ে নয়, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকের পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই সফল হয়। তাই আমি চাই, সবাই মিলে এই প্রতিষ্ঠানকে উপজেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলব।

সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক র.ই. শামস আল আসাদ সোহেল মাষ্টার বলেন,আছিম আদর্শ উচ্চ বিদ্যানিকেতন বহুদিন ধরে এলাকার শিক্ষার আলোকবর্তিকা হিসেবে কাজ করছে। আজকের এই সভা আমাদের নতুন উদ্দীপনা ও দিকনির্দেশনা দিয়েছে। আমরা সভাপতির মানবিক সহযোগিতা ও দিকনির্দেশনা পেলে বিদ্যালয়কে মডেল প্রতিষ্ঠানে পরিণত করতে পারবো।

অতীতের গৌরব, আগামীর প্রতিশ্রুতিতে জানা যায়, আছিম আদর্শ উচ্চ বিদ্যানিকেতন এর প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম একে এম ফজলুল হক। তার হাত ধরেই শিক্ষার সূচনা হয়েছিল এই অঞ্চলে। বর্তমানে তারই জামাতা ডাঃ হারুন আল মাকসুদ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন।

আরও এলাকাবাসীর সূত্রে জানা যায় যে,
একজন সৎ মানুষের স্বপ্ন যে আলো আজও জ্বলে আছিম আদর্শ উচ্চ বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা মরহুম একেএম ফজলুল হক ছিলেন এক অনন্য চরিত্রের মানুষ। তার জীবন ছিল সততা, নীতি ও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

তিনি ছিলেন এমন এক মানুষ যা বলতেন, তাই করতেন, আর যেটা করতেন, তাতে থাকত মানুষের কল্যাণের ভাবনা। জীবনের দীর্ঘ সময়ে কখনও কারও এক টাকাও অন্যায়ভাবে গ্রহণ করেননি এই সততাই তাকে মানুষের হৃদয়ে অমর করে রেখেছে।

তার সততা, নীতি ও শিক্ষাপ্রেম আজও এই অঞ্চলের মানুষের প্রেরণার উৎস। তার সন্তানরা ও মেয়ের জামাতা ডাঃ হারুন আল মাকসুদ তার সেই আদর্শের উত্তরাধিকার বহন করছেন।
ডাঃ হারুন আল মাকসুদ শুধু একজন চিকিৎসক নন, তিনি দক্ষিণ ফুলবাড়িয়ার মানুষের আলোকবতিকা মানবিকতা, শিক্ষানুরাগী ও সমাজসেবায় যার ভূমিকা প্রশংসিত সর্বমহলে।

সভায় অন্যান্য বক্তারা বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও সাংস্কৃতিক কার্যক্রমে জোর দেওয়ার আহ্বান জানান।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com