শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন
সর্বশেষ
ফুলবাড়ীয়ায় চালক হত্যার বিচারের দাবীতে রানার পক্ষে বিক্ষোভ বাসে অগ্নি সংযোগে চালক জুলহাস হত্যার প্রতিবাদে ফুলবাড়ীয়ায় মানববন্ধন ময়মনসিংহে ভিক্ষুক পুনর্বাসনে সমাজসেবার পক্ষ থেকে অটোরিকশা তুলে দিলেন ইউএনও ফুলবাড়ীয়ায় বিপ্লব ও সংহতি দিবসের বিশাল শোভাযাত্রা রানার পক্ষে জনতার ঢল ফুলবাড়ীয়ায় বিপ্লব ও সংহতি দিবসের বিশাল শোভাযাত্রা রানার পক্ষে জনতার ঢল ময়মনসিংহে টাইফয়েড ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত কান্দানিয়া বাজারে বিএনপির নেতা তানভীর আহমেদ রানার সমর্থনে গণমিছিল ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আছিম বাজারে তানভীর আহমেদ রানার পক্ষে বিএনপির গণজোয়ার ফুলবাড়ীয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিদেশের মাটিতে কাবাডি খেলায় শ্রেষ্ঠত্ব অর্জন ফুলবাড়ীয়ার গর্ব জুলফিকার আকাশ

ডেস্ক নিউজ / ৪৬ জন পড়েছেন
আপডেট রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৩:৪৭ পূর্বাহ্ন

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:

২৩ অক্টোবর ২০২৫ বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালক কাবাডি দল ইতিহাস গড়েছে এশিয়ান যুব গেমসে টানা দ্বিতীয়বারের মতো ব্রোঞ্জ পদক জিতে।
এই সাফল্যের অন্যতম নায়ক ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কৃতি সন্তান মোঃ জুলফিকার আকাশ। অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে তিনি অর্জন করেছেন টুর্নামেন্টের শ্রেষ্ঠ খেলোয়াড় (Best Player) খেতাব।

মোঃ জুলফিকার আকাশের জন্ম ফুলবাড়ীয়া উপজেলার ৪নং বালিয়ান ইউনিয়নের সারুটিয়া গ্রামে। তার পিতা মজিবুর রহমান একজন পরিশ্রমী সবজি বিক্রেতা এবং পরের জমিতে চাষাবাদ করে সংসার চালান। পরিবারের ৫ ছেলে ও ২ মেয়ের মধ্যে আকাশ সবচেয়ে ছোট (৬ষ্ঠ সন্তান)।

অভাবের সংসারে বেড়ে উঠলেও ছোটবেলা থেকেই খেলাধুলায় ছিল তার প্রবল আগ্রহ। নয়াবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষে, ২০২৩ সালে তেলিগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। এরপর পরিবারের অভাব ঘোচাতে চট্টগ্রামে যান এবং কাজের পাশাপাশি চালিয়ে যান প্রিয় খেলা কাবাডি। তাঁর প্রতিভা নজরে আসে কাবাডি প্রশিক্ষকদের, সেখান থেকেই শুরু হয় তাঁর উত্থান।

আকাশ বলেন,আমার স্বপ্ন ছিল দেশের পতাকা বিদেশে উড়ানো। আমি গরিব ঘরের সন্তান, কিন্তু মনের জোর থাকলে সবই সম্ভব। এই অর্জন আমার মা-বাবার জন্য।

স্থানীয় সমাজসেবক ও উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন,অভাবের মধ্যেও যে ছেলেটি নিজের যোগ্যতায় আন্তর্জাতিক পুরস্কার জিতেছে, সে শুধু সারুটিয়ার নয়, পুরো ফুলবাড়িয়ার মুখ উজ্জ্বল করেছে।”

৪নং বালিয়ান ইউনিয়নের তরুণ সমাজকর্মী মোহাম্মদ মাসুদ রাব্বানী বলেন,আমরা এমন প্রতিভাবান তরুণদের পাশে আছি। জুলফিকার আকাশ আমাদের ইউনিয়নের গর্ব। তার এই অর্জন আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

অদম্য পরিশ্রম, আত্মবিশ্বাস ও দেশপ্রেমের জোরে জুলফিকার আকাশ আজ শুধু পরিবারের নয়, পুরো ফুলবাড়িয়ার গর্বে পরিণত হয়েছেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com