ফুলবাড়ীয়া(ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার শহীদ হাফিজুল ইসলাম মিনি স্টেডিয়াম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে তিনি স্টেডিয়ামটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূর মোহাম্মদ, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জুবায়ের হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাইদুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রওশন জাহান, ক্রীড়া সংস্থার সদস্য এমদাদুল হক টুটুল, ইমরান, সার্জেন্ট অবঃ আবু সাইদ ভূঁইয়া বিপ্লব, সাংবাদিক সাইফুল ইসলাম তরফদার প্রমুখ।
পরিদর্শন শেষে ইউএনও ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ আরিফুল ইসলাম বলেন,আমাদের ফুলবাড়ীয়া মিনি স্টেডিয়ামটি উপজেলার তরুণদের জন্য একটি সম্পদ। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। দুইটি স্থানীয় টিম নিয়ে নিয়মিত খেলাধুলার আয়োজন করুন, যাতে এখান থেকে ভালো খেলোয়াড় তৈরি হয়ে জেলা পর্যায়ে প্রতিযোগিতা করতে পারে।এই স্টেডিয়াম আমাদের গর্বের জায়গা। এখানে যেন কোনো প্রকার মাদকাসক্তদের আড্ডা বা অসামাজিক কার্যকলাপ না হয়। কেউ এমন কিছু দেখলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাবেন।
ইউএনও তিনি আরও বলেন, নিয়মিত ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে হবে। খেলোয়াড়দের অনুশীলনের সুযোগ দিতে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা সবসময় পাশে থাকবে। তিনি খেলোয়াড়দের উদ্দেশে বলেন,ফুলবাড়ীয়ার নাম উজ্জ্বল করতে খেলাধুলার কোনো বিকল্প নেই।