শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন
সর্বশেষ
ফুলবাড়ীয়ায় চালক হত্যার বিচারের দাবীতে রানার পক্ষে বিক্ষোভ বাসে অগ্নি সংযোগে চালক জুলহাস হত্যার প্রতিবাদে ফুলবাড়ীয়ায় মানববন্ধন ময়মনসিংহে ভিক্ষুক পুনর্বাসনে সমাজসেবার পক্ষ থেকে অটোরিকশা তুলে দিলেন ইউএনও ফুলবাড়ীয়ায় বিপ্লব ও সংহতি দিবসের বিশাল শোভাযাত্রা রানার পক্ষে জনতার ঢল ফুলবাড়ীয়ায় বিপ্লব ও সংহতি দিবসের বিশাল শোভাযাত্রা রানার পক্ষে জনতার ঢল ময়মনসিংহে টাইফয়েড ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত কান্দানিয়া বাজারে বিএনপির নেতা তানভীর আহমেদ রানার সমর্থনে গণমিছিল ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আছিম বাজারে তানভীর আহমেদ রানার পক্ষে বিএনপির গণজোয়ার ফুলবাড়ীয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

স্টেডিয়াম নিজের সম্পদ মনে করুন ফুলবাড়ীয়ায় ইউএনও’র আহ্বান

ডেস্ক নিউজ / ৪৯ জন পড়েছেন
আপডেট সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১২:০১ অপরাহ্ন

 

ফুলবাড়ীয়া(ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার শহীদ হাফিজুল ইসলাম মিনি স্টেডিয়াম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে তিনি স্টেডিয়ামটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূর মোহাম্মদ, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জুবায়ের হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাইদুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রওশন জাহান, ক্রীড়া সংস্থার সদস্য এমদাদুল হক টুটুল, ইমরান, সার্জেন্ট অবঃ আবু সাইদ ভূঁইয়া বিপ্লব, সাংবাদিক সাইফুল ইসলাম তরফদার প্রমুখ।

পরিদর্শন শেষে ইউএনও ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ আরিফুল ইসলাম বলেন,আমাদের ফুলবাড়ীয়া মিনি স্টেডিয়ামটি উপজেলার তরুণদের জন্য একটি সম্পদ। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। দুইটি স্থানীয় টিম নিয়ে নিয়মিত খেলাধুলার আয়োজন করুন, যাতে এখান থেকে ভালো খেলোয়াড় তৈরি হয়ে জেলা পর্যায়ে প্রতিযোগিতা করতে পারে।এই স্টেডিয়াম আমাদের গর্বের জায়গা। এখানে যেন কোনো প্রকার মাদকাসক্তদের আড্ডা বা অসামাজিক কার্যকলাপ না হয়। কেউ এমন কিছু দেখলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাবেন।

ইউএনও তিনি আরও বলেন, নিয়মিত ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে হবে। খেলোয়াড়দের অনুশীলনের সুযোগ দিতে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা সবসময় পাশে থাকবে। তিনি খেলোয়াড়দের উদ্দেশে বলেন,ফুলবাড়ীয়ার নাম উজ্জ্বল করতে খেলাধুলার কোনো বিকল্প নেই।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com