ময়মনসিংহ প্রতিনিধিঃ
ব্রাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট ময়মনসিংহ আঞ্চলিক পর্যায়ের (জোন-২) উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বিকেলে ব্রাক ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায়, জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ঢাকা নর্থ এন্ড ময়মনসিংহ রিজিওন নর্থ জোন ক্লাস্টার এন্ড শাখা ব্যবস্থাপক রিপন কুমার রায়, বাংলাদেশ হকি ফেডারেশনের সদস্য ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক বদরুল ইসলাম দীপু। এছাড়া আরো জেলা ক্রীড়া অফিসার আল আমীন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মাহাবুবুল আলম, সদস্য মাহবুব ফরাজী, মহানগর বিএনপি’র সহ-সভাপতি, ৯ নং ওয়ার্ত বিএনপির যুগ্ন-আহবায়ক আরিফ খানসহ খেলোয়াড়, কোচ, ম্যানেজার, ক্রীড়ামোদী, দর্শক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। ৪ রাউন্ড ম্যাচের নির্ধারিত ৬০ মিনিটের খেলায় কিশোরগঞ্জ ও নেত্রকোনা নারী দলের মধ্যে অনুষ্ঠিত হয়।
খেলায় কিশোরগঞ্জ ৩-০ গোলে নেত্রকোনা নারী দলকে হারিয়েছে।
খেলাটি উপভোগ করতে দর্শক ছিলো চোখে পড়ার মতো। টুর্নামেন্টে ময়মনসিংহ জোন-২ ভ্যেনুতে ৫টি দল অংশগ্রহণ করে।
অপরদিকে দিনের আরেক ম্যাচে স্বাগতিক ময়মনসিংহ দলকে ৮-০ গোলে হারিয়েছে নারায়নগঞ্জ জেলা নারী দল। লীগ পদ্ধতিতে ৫ দলের মধ্যে এই প্রতিযোগিতার সমাপনী হবে আগামী ১০ নভেম্বর।