শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
ফুলবাড়ীয়ায় চালক হত্যার বিচারের দাবীতে রানার পক্ষে বিক্ষোভ বাসে অগ্নি সংযোগে চালক জুলহাস হত্যার প্রতিবাদে ফুলবাড়ীয়ায় মানববন্ধন ময়মনসিংহে ভিক্ষুক পুনর্বাসনে সমাজসেবার পক্ষ থেকে অটোরিকশা তুলে দিলেন ইউএনও ফুলবাড়ীয়ায় বিপ্লব ও সংহতি দিবসের বিশাল শোভাযাত্রা রানার পক্ষে জনতার ঢল ফুলবাড়ীয়ায় বিপ্লব ও সংহতি দিবসের বিশাল শোভাযাত্রা রানার পক্ষে জনতার ঢল ময়মনসিংহে টাইফয়েড ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত কান্দানিয়া বাজারে বিএনপির নেতা তানভীর আহমেদ রানার সমর্থনে গণমিছিল ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আছিম বাজারে তানভীর আহমেদ রানার পক্ষে বিএনপির গণজোয়ার ফুলবাড়ীয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ময়মনসিংহে টাইফয়েড ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ / ৬ জন পড়েছেন
আপডেট সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৯:৩৪ পূর্বাহ্ন

ময়মনসিংহ ব্যুরোঃ

ময়মনসিংহে সিটি কর্পোরেশন পর্যায়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে এ সমন্বয় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রশাসক মোঃ মোখতার আহমেদ।

সভা জানানো হয়, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আওতায় ইতিমধ্যে ৯২ শতাংশ টিকাদান করা হয়েছে। এছাড়াও টিকা দান রেজিস্ট্রেশন সন্তোষজনক হারে রয়েছে। ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এক মাস ব্যাপী টিকাদান ক্যাম্পেইন আগামী ১৩ই নভেম্বর শেষ হবে।

ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের পরিচালক জানান, আমাদের টিকা দান কার্যক্রম প্রায় শেষের দিকে, তাই যেসব স্কুল, মাদ্রাসা এবং এলাকাগুলোতে আমাদের টিকা দানের হার কম সেই সব জায়গাগুলোতে কাজ করতে হবে। যাতে করে আমরা শতভাগ টিকা দান করতে পারি।

সভাপতি বক্তব্য বলেন, টিকা প্রদান ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটি তথ্য যাতে সঠিক থাকে, সে বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। ইতিমধ্যে আমাদের সিটি কর্পোরেশনের টিকা প্রদান সন্তোষজনক হারে রয়েছে। তবে আমরা যাতে এই টিকা দান কর্মসূচি শতভাগ সম্পন্ন করতে পারি সে বিষয়ে আমাদের বাকি সময়টুকু কাজ করতে হবে।

এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, ইউনিসেফ এর প্রতিনিধিসহ গণমাধ্যম কর্মীবৃন্দ।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com