ময়মনসিংহ ব্যুরোঃ
ময়মনসিংহে ভিক্ষুক পূর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি আওতায় ভিক্ষুক পুর্ণবাসন উপকরণ হিসাবে অটোরিকশা বিতরণ করা হয়েছে।
সোমবার (১০নভেম্বর) সকালে সদর উপজেলা সমাজ সেবা কার্যালয়ের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে টান হাসাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিক ভাবে পরানগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা টান হাসাদিয়া এলাকার ক্ষুদার্ত ভিক্ষুক হাছু মিয়ার হাতে চাবিসহ এই অটো রিক্সা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম প্রিন্স।এ সময় উপজেলা সমাজ সেবা অফিসার মাকসুদা খাতুন, সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার মোঃ রুবেল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
সুত্র জানিয়েছে-ময়মনসিংহের সদর উপজেলায় গৃহীত হয়েছে ভিক্ষাবৃত্তি মুক্ত মানবিক সমাজ গড়ার কার্যকর উদ্যোগ। “ভিক্ষাবৃত্তি ঘৃণা করি, ভিক্ষুক মুক্ত সমাজ গড়ি—ভিক্ষাবৃত্তি আর নয়, জীবন হোক কর্মময়” এই মানবিক স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে শুরু হয়েছে ভিক্ষুক পূর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কার্যক্রম।
সদর উপজেলার পরাণগঞ্জ ইউমিয়নের ৭নং ওয়ার্ডের হাসাদিয়া গ্রামের হাছু মিয়াকে একটি নতুন অটোরিকশা প্রদান করা হয়।
সোমবার(১৩অক্টোবর)সদর উপজেলা প্রশাসনের তত্বাবধানে ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে এই কার্যক্রমের আওতায় উপজেলার ঘাগড়াসহ বিভিন্ন ইউনিয়নের ভিক্ষুকের হাতে অটোরিকশা ও দোকান বরাদ্দের মাধ্যমে ৫জন ভিক্ষুককে পুনর্বাসনের সুযোগ করে দেওয়া হয়।
এই মানবিক কর্মসূচি শুধুমাত্র একক সহায়তার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর মাধ্যমে সমাজের প্রান্তিক মানুষদের আত্মনির্ভর করে তোলার এক অনন্য প্রয়াস চলছে।
সদর উপজেলা প্রশাসনের এই ব্যতিক্রমী উদ্যোগ শুধু অটোরিকশা ও দোকান বরাদ্দ প্রদানের ঘটনা নয়, বরং এটি একটি পরিবারকে স্বাবলম্বী করার পাশাপাশি সমাজকে ভিক্ষাবৃত্তিমুক্ত করতে এক বাস্তব পদক্ষেপ।