বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন
সর্বশেষ
ফুলবাড়ীয়ায় চালক হত্যার বিচারের দাবীতে রানার পক্ষে বিক্ষোভ বাসে অগ্নি সংযোগে চালক জুলহাস হত্যার প্রতিবাদে ফুলবাড়ীয়ায় মানববন্ধন ময়মনসিংহে ভিক্ষুক পুনর্বাসনে সমাজসেবার পক্ষ থেকে অটোরিকশা তুলে দিলেন ইউএনও ফুলবাড়ীয়ায় বিপ্লব ও সংহতি দিবসের বিশাল শোভাযাত্রা রানার পক্ষে জনতার ঢল ফুলবাড়ীয়ায় বিপ্লব ও সংহতি দিবসের বিশাল শোভাযাত্রা রানার পক্ষে জনতার ঢল ময়মনসিংহে টাইফয়েড ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত কান্দানিয়া বাজারে বিএনপির নেতা তানভীর আহমেদ রানার সমর্থনে গণমিছিল ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আছিম বাজারে তানভীর আহমেদ রানার পক্ষে বিএনপির গণজোয়ার ফুলবাড়ীয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাসে অগ্নি সংযোগে চালক জুলহাস হত্যার প্রতিবাদে ফুলবাড়ীয়ায় মানববন্ধন

ডেস্ক নিউজ / ১১ জন পড়েছেন
আপডেট বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৯:৪৬ পূর্বাহ্ন

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:

বাসে অগ্নি সংযোগ দিয়ে ঘুমন্ত চালক জুলহাস মিয়াকে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে ফুলবাড়ীয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের সামনে সর্বস্তরের জনগণ ব্যানারে এই মানববন্ধনে এলাকাবাসী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন,একজন নিরপরাধ শ্রমজীবী মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার সাথে যারা জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

স্থানীয় সমাজসেবক ঈমান আলী, নাজিরুল হক লিমন, খন্দকার নাজমুল, ও মোহাম্মদ মোস্তফা হোসাইনসহ আরও অনেকে এ সময় বক্তব্য রাখেন।

জানা যায়, মঙ্গলবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে ফুলবাড়ীয়ার ভালুকজান পেট্রোল পাম্পের সামনে রাখা ‘আলম এশিয়া পরিবহন’-এর একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। তখন বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক জুলহাস মিয়া (২৬) অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বক্তারা এ হত্যাকাণ্ডকে নির্মম ও পরিকল্পিত হত্যার ঘটনা হিসেবে অভিহিত করে প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

 


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com