ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
বাসে অগ্নি সংযোগ দিয়ে ঘুমন্ত চালক জুলহাস মিয়াকে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে ফুলবাড়ীয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের সামনে সর্বস্তরের জনগণ ব্যানারে এই মানববন্ধনে এলাকাবাসী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন,একজন নিরপরাধ শ্রমজীবী মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার সাথে যারা জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
স্থানীয় সমাজসেবক ঈমান আলী, নাজিরুল হক লিমন, খন্দকার নাজমুল, ও মোহাম্মদ মোস্তফা হোসাইনসহ আরও অনেকে এ সময় বক্তব্য রাখেন।
জানা যায়, মঙ্গলবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে ফুলবাড়ীয়ার ভালুকজান পেট্রোল পাম্পের সামনে রাখা ‘আলম এশিয়া পরিবহন’-এর একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। তখন বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক জুলহাস মিয়া (২৬) অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বক্তারা এ হত্যাকাণ্ডকে নির্মম ও পরিকল্পিত হত্যার ঘটনা হিসেবে অভিহিত করে প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।